মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
জয়দেবপুর -টাংগাইল মহা-সড়কের চন্দ্রা এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মহিলা পোষাক শ্রমিক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জয়দেবপুর -টাংগাইল মহা-সড়কের চন্দ্রা বন -রেঞ্জ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চন্দ্রা পল্লী রানী (ড্রেসম্যান) গার্মেন্টস কর্মি শেফালী আক্তার (২৫) ছুটি শেষে সাইট রাস্তা দিয়ে বাসায় হেঁটে যাচ্ছিলো। জোড়াপাম্প এলাকায় বুলবুল কন্টাকটারে বাসায় ভাড়া থেকে পোষাক কারখানায় চাকরি করতো।
আজমিরী পরিবহণ বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই মহিলা শ্রমিক নিহত হয়। বাসটি দ্রূত পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত শেফালী আক্তার নিলফামারী জেলার ডোমার থানার চিনাহাটি গ্রামের মেয়ে । সালনা হাইওয়ে থানার ও.সি মীর গোলাম ফারুক জানান, এব্যাপার মামলা হযেছে। বাস ও চালক আটক করার জোর প্রচেষ্টা চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮