এস এ ডিউক ভূঁইয়া,
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলায় ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে তিতাস থানা পুলিশ।আটককৃতরা হলো ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানার পানান গ্রামের নুরুল মিয়ার স্ত্রী ছালেমা খাতুন(৩৯) ও বাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী রেখা বেগম(৩৩)।তিতাস থানা সূত্রে জানা যায়,গত বুধবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে গৌরীপুর-হোমনা সড়ক সংলগ্ন বাতাকান্দি শান্তির রোড থেকে তাদের আটক করে থানা পুলিশ এবংআটককৃত দুজনের কাছ থেকে ২ কেজি করে ৪ কেজি ওজনের দুটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।পরে আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস বলেন,ছালেমা খাতুনের বিরুদ্ধে জেলার বুড়িচং থানায় এবং রেখা বেগমের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮