
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সংবাদপত্র এজেন্ট হরিপদ বণিক (৫৬)মৃত্যু বরণ করেছেন। রোববার ভোরে হঠাৎ অসুস্হ্য অবস্হায় মৃত্যু বরণ করেন। তার অকালমৃত্যুতে কালিয়াকৈর সাংবাদিক মহল ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সুত্রে জানাযায়, সংবাদপত্রের গাড়ি কালিয়াকৈর বাইপাস ষ্ট্যান্ডে পৌছাই ভোর চারটাই।প্রতিদিনের মতো আজ রোববার ভোররাতে কালিয়াকৈর আসার জন্য প্রস্তুতি নিলে বাড়িতেই হঠাৎ অসুস্হ্য হয়ে পড়েন এবং মৃত্যু বরণ করেন।
কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর বণিকপাড়া এলাকার মৃত কালিপদ বণিকের পুত্র হরিপদ বণিক ১২ বছর বয়স থেকেই সংবাদপত্র এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। তার পিতা কালিপদ বণিক ১৯৪৮ সাল থেকে সংবাদপত্র এজেন্ট ব্যবসা শুরু করেন।পরবর্তী সময় পিতার মৃত্যুর পর শিশু বয়সে পৈত্রিক পেশা সংবাদপত্রের এজেন্ট ব্যবসার হাল ধরেন। তার ব্যবসায়ীক জীবনে আচরণ – ব্যাবহারে উপজেলার সকল সাংবাদিক সমাজ, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে খুবই আন্তরিকতা ছিল। হরিপদ বণিক বিনয়ী ও সেবামুলক কাজ করতেন । তাঁর অকালমৃত্যুতে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো.শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান গভীর শোক প্রকাশ করেছেন। এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদহী আত্নার শান্তি কামনা করেন। হরিপদ বণিকের দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।