
সুবীর রায় মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রাম থেকে রাজমিন্ত্রী আসাদুল রাঢীর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে বাড়ীর পাশে একটি বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শিকারমঙ্গল গ্রামের খবির রাঢীর ছেলে আসাদুল রাঢীকে (২২) বাড়ীর পাশে একটি বাগানে আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা কালকিনি থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এসময় আসাদুলের হাত-পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পরিবার থেকে দাবী করেছে, পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আসাদুল রাঢীর সাথে তার স্ত্রী শারমিন আক্তারের পারিবারিক ঝামেলা চলছিল। কয়েকদিন আগে আসাদুলের স্ত্রী তার বাপের বাড়ী চলে যায়। তার একটি ছয় মাস বয়সী ছেলে রয়েছে।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে মামলা নেয়া হবে। আপাতত অপমৃত্যু মামলা হবে।