
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি পাকা সড়ক ও একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের কুদঘাটা এলাকায় ১টি পিচ ঢালাই সড়কের কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আমিরুল আলম মিলন । এর পূর্বে তিনি সদর ইউনিয়নের সরালিয়া এলাকায় একটি সড়ক ও বেলা ১০টার দিকে পৌরসভার এসএম কলেজ রোড়ে একটি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন।