ঝিনাইদহ জেলা প্রতিনিধি ।।
ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ সুমন আলীকে (২২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । আজ রোববার সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে একটি ইজিবাইকসহ তাকে আটক করা হয়। আটককৃত সুমন আলীর বাড়ি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাশারের ছেলে।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে পাচারকারী সুমন আলী ৬ কেজি রূপা ঝিনাইদহে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসায়। সন্দেহ হলে একটি ইজিবাইকের গতিরোধ করে। এ সময় ইজিবাইক চালক সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সীটের নিচে লুকিয়ে রাখা ৬ কেজি রূপার অংলকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের বাদী হয়ে মামলা দায়ের করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮