মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে কারেন্ট পোকার আক্রমন থেকে ধান ফসল রক্ষার বিষয়ে করনীয় নির্ধারণের জন্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বারইখালী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক মজিবর রহমান খান।
সভায় চলতি মৌসুমের উঠতি ধান ফসলে বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকাসহ নানা ধরনের রোগ বালাই থেকে ধান রক্ষার্থে দিক নির্দেশনামূলক আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মো. সিফাত আল মারুফ। এ সময় কৃষকদের মাঝে ‘সতর্ক বার্তা’ শিরোনামে একটি লিফলেটও বিতরণ করা হয়।
কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে আলোচনা করেন বারইখালী ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল খান মহারাজ, ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার সালমা আক্তার, মো. জাকির হোসেন, কৃষক আশীষ কুমার হালদার ও আব্দুল হালিম মোল্লা। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর এ সমাবেশের আয়োজন করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮