জুরাইস ইসলাম।।
মেহেরপুর জেলার “গাংনীতে নির্বাচনী কর্মী সভায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন আতঙ্ক জনগন” শিরোনামে (৩ নভেম্বর) বুধবার রাতে সংবাদটি দৈনিক আজকের বাংলা পত্রিকায় প্রকাশের পর (৫নভেম্বর) শুক্রবার রাত ১১ টায় অস্ত্রটি থানা জমা রাখেন গাংনী থানা পুলিশ। এ ঘটনা তদন্ত শেষে ঐ ব্যবসায়ীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।
উল্লেখ্য: (৩ নভেম্বর) বুধবার বিকেল ৫ টায় কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলজার হোসেন এর নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। নির্বাচনী কর্মী সভার মঞ্চে প্রধান অতিথির পাশেই শর্টগান নিয়ে মহড়া দেওয়ার বিষয়ে পত্রিকায় প্রকাশের পর প্রশাসনের নজরে আসে। অস্ত্রটি জমা শেষে তদন্ত করে লাইসেন্স বাতিল করেন মেহেরপুর জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হোসেন জানান, দৈনিক আজকের বাংলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি জেলা প্রশাসনের নজরে আসে। এবং তদন্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারবিধি অমান্য করা প্রমানিত হয়। সোমবার (১৫নভেম্বর) বিকেলে এক আদেশে তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮