মেহেরপুর প্রতিনিধি।।
শুক্রবার দুপুরে মেহেরপুর পৌরসভাধীন বামনপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা মেহেরপুর পৌর এলাকার মুখার্জী পাড়ার বাদশা আলীর ছেলে নিহত ইয়াসিন আলী (১০) । ইয়াসিন আলী এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ট্রাকের চাকা থেকে ছিটকে যাওয়া ইটের টুকরোর আঘাতে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শিশু ইয়াসিন আলী তার মায়ের সাথে মামার বিয়েতে যাচ্ছিল। ওই সময় মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুরের বামনপাড়া কাজী কুদরতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে পিছনের চাকার চাপে একটুকরো ইট ছুটে এসে শিশু ইয়াসিন আলীর মাথায় গিয়ে আঘাত করে। ইটের টুকরার আঘাতে শিশু ইয়াসিন রাস্তায় লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ দারা খাঁন জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮