তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় আসন্ন ৭ নং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৭ নং ভাষানিয়া ইউনিয়ন বিট পুলিশিং-এর আয়োজনে অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষে ২১ নভেম্বর রবিবার দুপুরে কাশিপুর বাজারে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করার লক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা-মেঘনা সার্কেল) স্পিনা রানী প্রামানিক।হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কায়েস আখন্দ-এর সভাপতিত্বে ও এস আই ইকবাল মনির-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল,৭ নং ভাষানিয়া ইউনিয়নের নৌকার মাঝি আব্দুল আউয়াল ভান্ডারী,
আনারস প্রতিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.ছাদেক সরকার,চশমা প্রতিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু নাসের ওয়াহেদ । অন্যান্যদের মধ্য আরো বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল খায়ের,জালাল উদ্দিন, ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.ইউসুফ সরকার,৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী খাজা আহমেদ,৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল জলিল।এসময় উপস্থিত ছিলেন ভাষানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.এনু মিয়া,৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.কামাল হোসেন ও মো.রফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা মেম্বার প্রার্থীগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮