
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় গাংনী উপজেলার গোপালনগর গ্রামে ট্রলি চাপায় নিহত হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী রোজা (১০) সোমবার সকাল দশটার দিকে এবং বেলা ১২ টার সময় মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সামনে ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে আলমগীর (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রৌজা গাংনী উপজেলার গোপাল নগর গ্রামের আশাদুল ইসলামের মেয়ে ও আলমগীর হোসেন গাংনীর গাড়াবাড়িয়া গ্রামের তৌফিক ইÑলাইহীর ছেলে।
স্থানীয়রা জানান, রৌজা তার বাবা মায়ের সাথে একটি মোটর সাইকেল যোগে নানার বাড়ি বেড় গ্রামে যাচ্ছিলেন। অন্য একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সকলেই ছিটকে রাস্তার উপর পড়ে গেলে অপর একটি ট্রলি তাদেরকে চাপা দেয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম রৌজাকে মৃত ঘোষণা করেন। আপরদিকে মাদ্রাসা থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আলমগীর। পাবলিক লাইব্রেরীর সামনে একটি ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আলমগীর।
গাংনী থানার ওসি(তদন্ত) শাহ আলম জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।