
মো.ইমরান হোসেন হান্নান
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষে কালিয়াকৈরে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুর হক আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা এএম শামসুজ্জামান, কালিয়াকৈর থানার ওসি মানোয়ার হোসেনসহ রির্টানিং কর্মকর্তা এবং সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ।