
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে রবি ২০২১-২০২২ মৌসুমে শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান অ্যডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্ধোধন করেন।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.বাকি বিল্লাহ।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিরের বাস্তবায়নে অনুষ্ঠিত সভা শেষে উপজেলার ১৬ ইউনিয়নের ২ হাজার ৬০ জন কৃষককের মঝে গম,ভ‚ট্রা, সরিষা, সূর্যমুখি, খেসারি, বোরো ধান উফসী, বোরো ধান হাইব্রিড বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়াও ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের ১০ টি রিপার ও থ্রেসার মেশিন প্রদান করা হয়