মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সফল মেয়র হিসেবে মো.মজিবুর রহমান দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ১১বছর পর ২৮ নভেম্বর ২০২১ ইং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ও সাবেক উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ( নৌকা ) প্রার্থীকে সাড়ে ছয় হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান (স্বতন্ত্র) পুনরায় মেয়র পদে নির্বাচিত হলেন ।
নির্বাচনী প্রচারনাকালে মোবাইল ফোন কর্মীদের নানা হুমকী , পোষ্টার ছিঁড়ে ফেলা, প্রচারণাকাজে বাধা সহ প্রতিকূল অবস্থার পরও দলমত নির্বিশেষে জনপ্রিয়তার কারণে মো. মজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মতো পৌর মেয়র নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন রাজনৈতিক মহল সহ সর্বত্র প্রসংশিত হচ্ছেন । অন্যদিকে পৌর সহ ৬ ইউ,পি নির্বাচনে নৌকা প্রার্থীদের চরম ভরাডুবির কারণে আওয়ামীলীগের তৃর্নমূলের নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে ।
উল্লেখ্য , বিএনপি সরকারের শাসনামলে ২০০৩ সালে মো. মজিবুর রহমান পৌর প্রশাসক হিসেবে নিযুক্ত হন । পরবর্তী সময়ে পৌরসভার সীমানা নির্ধারণে জটিলতায় মামলা মোকদ্দমার কারণে নির্বচন অনুষ্ঠিত হয়নি । পরিশেষে সীমানা সংক্রান্ত মামলার নিস্পত্তি হলে ২০১১ সালে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় । এই নির্বাচনেও আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র হিসেবে মোঃ মজিবুর রহমান নির্বাচিত হয় । ২০১৬ সালে মেয়াদ উত্তীর্ণ হলেও পূণরাই সীমানা জটিলতার মামলায় পৌর নির্বাচন ৬ বছর বন্ধ থাকে । অবশেষে পৌরসভার বিষয়ে নতুন আইন পাশ হওয়ার পর দীর্ঘ ১১ বছর পরে নির্বাচন কমিশন কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেন । ২৮ নভেম্বর পৌরসভা ও ইউ,পি নির্বাচন অনুষ্ঠিত হলে পূনরায় আওয়ামীলীগের নৌকা প্রার্থীকে সাড়ে ছয় হাজার ভোটে পরাজিত করে দ্বিতীয় বারও মো. মজিবুর রহমান পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮