সুমন কুমার বর্মন, গাইবান্ধা ।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী খাদিজা বেগমকে হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলাম মিঠুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাইদুল ইসলাম মিঠু গাইবান্ধা সদর উপজেলার নারায়নপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
উল্লেখ্য, দাম্পত্য কলহের জেরে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে খাদিজাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মাইদুল ইসলাম মিঠু। পরদিন সকালে বিছানার ওপর গলায় ওড়না পেঁচানো খাদিজার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। ওই দিনই নিহত খাদিজার বাবা আব্দুর রেজ্জাক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮