
জুরাইস ইসলাম মেহেরপুর।।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর। এ উপলক্ষে বিজয়ের মাসের প্রথম দিনেই ৫০টি লাল সবুজের পতাকা হাতে ৫০জন আনসার সদস্য, ৫০মিনিটি পায়ে হেটে দৃষ্টি নন্দন র্যালীর আয়োজন একটি ব্যতিক্রমী উদ্দ্যোগ। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সু-সজ্জিত একটি লাল সবুজের পতাকাবাহী র্যালী ৫০ মিনিট যাবত মেহেরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামী ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ জন পুরুষ ও ২৫জন নারী আনসার সদস্যদের পতাকা হাতে র্যালী বহর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে মনে করিয়ে দিতেই এ আয়োজন। মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পতাকা প্রদক্ষিণ র্যালীর আয়োজন করে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ড্যান্ট রকিবুল ইসলাম এর নেতৃত্বে র্যালীটি মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্টেডিয়াম সড়ক, কলেজ মোড়, বাস স্ট্যান্ড হয়ে ৫০ মিনিটের রাস্তা অতিক্রমের পর একই স্থানে গিয়ে শেষ হয়।
পতাকা র্যালীতে ৫০ জন আনসার ভিডিপি সদস্য ৫০ টি পতাকা হাতে নিয়ে র্যালীতে অংশ গ্রহণ করেন। ৫০ মিনিটের এই অনুষ্ঠানে জাতীয় পতাকা র্যালী শহরে অন্য রকম শোভাবর্ধন করে। র্যালীতে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন উপস্থিত ছিলেন।
র্যালীর নেতৃত্বদানকারী আনসার কমান্ড্যান্ট রকিবুল ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর পতাকা র্যালী মানুষকে নতুন করে জাগ্রত করবে। ডিসেম্বর মাাসের প্রথম দিন। এ দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা হানাদার মুক্ত হয়েছিল। এমাসেই আমাদের স্বাধীনতার বিজয় আসে। রাষ্ট্রীয় সকল কাজে আনসার বিডিপি অংশ নিয়ে কৃতত্ব অর্জন করে চলেছে।