
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
- সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ নিখোঁজ রেনু মিয়া উদ্ধার হাসপাতালে ভর্তি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ নিখোাঁজ রেনু মিয়াকে (৩০) বালু নদীর তীরবর্তী বেড়াইদ এলাকা থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল ১ ডিসেম্বর বুধবার তাকে উদ্ধার করে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল ভর্তি করা হয়েছে। রেনু মিয়ার মাথায়, পেটে ,হাতে ধারোলো অস্ত্রের আঘাত এবং পেটে ও পায়ে শর্টগানের গুলি রয়েছে। তার অবস্থা এখন সংকটাপন্ন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
রেনু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বলেন, গত ৩০ নভেম্বর রাতে নাওড়া এলাকার আওয়ামীলীগের ২০ কর্মী সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও গুলিবর্ষণের ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে রেনু মিয়া আহত হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজান ও তার ভাই রফিকের সমর্থক নাওড়া গ্রামের মেহেদী, বিল্লাল হোসেন, ওমর ফারুক ও মিনারুল টেনে হেঁছড়ে রেনু মিয়াকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রেনু মিয়াকে মৃত ভেবে পাশ্ববর্তী বালু নদীর তীরে বেড়াইদ এলাকায় তাকে ফেলে দেয়। অজ্ঞান অবস্থায় রেনু মিয়াকে উদ্ধার করে অজ্ঞাত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার রেনু মিয়ার বড় ভাই আমছুল মিয়া হাসপাতালে রেনু মিয়ার ভর্তির বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের রহস্যজনক ভুমিকায় রেনু মিয়ার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, রেনু মিয়ার মা আনোয়ারা বেগমের অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।