
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাণীগঞ্জ ইউনিয়নে নৌকার সমর্থনে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে।
৪ ডিসেম্বর শনিবার রাণীগঞ্জ ইউনিয়ন অফিস প্রাঙ্গনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ছদরুল ইসলামের নৌকা প্রতীকের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ। স্বাগত বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী শেখ ছদরুল ইসলাম।
বক্তব্য রাখেন, লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, নৌকা বঞ্চিত হয়ে দলীয় প্রার্থীকে সমর্থনকারী সালেহ আহমদ ও মোতাহির আলী, শিক্ষক আবদুস সামাদ, শাহিন তালুকদার, প্রবীণ মুরব্বি হাজী সমছু মিয়া, আবদুস সালাম, মাস্টার মন্তাজ মিয়া, ছমরু মিয়া, আনোয়ার মিয়া, আলতাউর রহমান, দিলিপ দাস, ব্যবসায়ী বিদ্যুৎ রায়, মন্তোষ দেব মলয়, আ.লীগ নেতা শাহানুর আহমদ শানুর, সাজাদ মিয়া, রাশেন্ড দাস তালুকদার, সাবেক ইউপি সদস্য মমরাজ হোসেন রাজ, স্বেচ্ছাসেবক লীগের আকমল হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের হুমায়ূন তালুকদার, প্রবাসী হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, মাহমুদুল হাসান সুহেল, দুলন আহমদ, বাদল দাস, সিপন আহমদ, ছাত্রলীগ নেতা আবদুল হক, জগন্নাথ দাস, কিবরিয়া আহমদ, নোমান আহমদ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফুর রহমান ছানু ও গীতাপাঠ করেন অতিন্দ্র সূত্রধর। এ সময় প্রবাসী বদরুল আলম, শাফি তালুকদার, গোলাম রব্বানী সহ কয়েক শতাধিক জনতা উপস্থিত ছিলেন।
চারদিকে সৃষ্টি হয় নৌকার সমর্থনে গণ-জোয়ার। সভায় বক্তারা বলেন, নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে বিদ্রোহী প্রার্থীরা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।