
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
৭ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। এর মধ্যে ৬ ডিসেম্বর সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ। এ দিনে শেষ সময় বিকেল ৫ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২ ও ইউপি সদস্য পদে ৫ সহ মোট ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তারভীর কামালী, ৮নং আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর, পাটলি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী চান মিয়া, কিম্মত আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছবির খান, আশারকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবদুস সামাদ ও রাণীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মাহমুদুল হাসান। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ তা নিশ্চিত করেছেন।