স্টাফ রিপোটার,ঈদগাঁও।।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো যু্বদল নেতা দোলন ধর,ছাত্রলীগ নেতা
মনজুর আলমের যৌথ উদ্যোগে আয়োজিত ডেমোক্রেসির এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজ হতে খোনকারখীল পর্যন্ত সড়ক বাতি স্থাপনের দাবী জানানো হয়।
৭ডিসেম্বর সকাল ১০টায় হোটেল কোস্টাল পিস হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদিকা হামিদা তাহের, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, জেলা আওয়ামীলীগ কৃষি-সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিরিন বানু, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুর রহমান জাহেদ, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান মনির,পৌর বিএনপি নেতা টিটু কুমার সেন, ওয়ার্ড পৌর বিএনপির সাধারন সম্পাদক সরোয়ার খান,ইউনিয়ন পরিষদ সদস্য আয়ুব আলী, জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, জেলা ছাত্রলীগ সাবেক সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস, উপজেলা স্বেচ্ছসেবকলীগের নেতা আবদুল কাদের, চৌফলদন্ডী ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান জিকু, ছাত্রলীগের নেতা ওমর আকবর ও নাবিল মো:রেজা।
সার্বিক সহযোগিতায় ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে চট্রগ্রাম জোনের কর্ম কতা ছদরুল সুমন ও ছদরুল আমিন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮