মো. ইমরান হোসেন ,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
প্রতিযোগিতাময় বিশ্বে শিল্প -কলকারখানা , উৎপাদন এবং রপ্তানি যেন সঠিক ভাবে চলতে পারে সেজন্য মালিক - শ্রমিকদের সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক “গ্রিন ফ্যাক্টরী এ্যাওয়ার্ড -২০২০“ প্রদান উপলক্ষ্যে বুধবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
অনুষ্ঠানে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহনে উদ্ভুদ্ধকরণে প্রথম বারের মতো ৬ টি খাতের গাজীপুরের কালিয়াকৈরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পাদুকা প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড সহ মোট ৩০ টি প্রতিষ্ঠানকে “গ্রিন ফ্যাক্টরী এ্যাওয়ার্ড “প্রদান করেন । এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিনিধি এইচ.আর . জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমানের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে “গ্রিন ফ্যাক্টরী এ্যাওয়ার্ড ২০২০“ পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান । এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মো. এহছানে এলাহী সহ বিভিন্ন শিল্প - কারখানার মালিক ও প্রতিনিধি বৃন্দ ।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ “কে অধিকতর গৌরবোজ্জল ও স্মরণীয় করে রাথার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় ৬ টি খাতে যেমন -চামড়াজাত খাতে ২ টি প্রতিষ্ঠান , পোশাক খাতে ১৫ টি প্রতিষ্ঠান , ফার্মাসিউটিক্যাল খাতে ৩ টি প্রতিষ্ঠান , খাদ্যপ্রক্রিয়াজাত খাতে ৩ টি প্রতিষ্ঠান , প্লাষ্টিক খাতে ৩ টি প্রতিষ্ঠান , চা- শিল্পে ৪ টি প্রতিষ্ঠান সহ মোট ৩০ প্রতিষ্ঠান - কারখানাকে “গ্রিন ফ্যাক্টরী এ্যাওয়ার্ড “ পুরস্কার প্রদান করেন ।
প্রধানমন্ত্রী আরো বলেন , মালিকদের দেখতে হবে শ্রমিকদের অসুবিধা কী কী । তাদের জীবন জীবিকা যাতে সুন্দর ভাবে চলে , সেই ব্যবস্থা করা । শ্রমের নায্য মূল্যটা যেন তারা পায়,শ্রমের পরিবেশ যেন সুন্দর থাকে সেটাও তাদের দেখতে হবে । আবার শ্রমিকদেরও দায়িত্ব থাকবে কারখানাটা সুন্দরভাবে চলে , উৎপাদন যেন বাড়ে , সেই ব্যাপারটা লক্ষ্য রাখা ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮