মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে -১২টায়, কাবাডি ফেডারেশনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি খেলার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
পুলিশ সুপার মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাবাডির ফাইনাল খেলায় বালক দলে ইন্দুরকানী উপজেলা চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয়েছে পিরোজপুর সদর উপজেলা দল।
কাবাডি খেলায় মেয়েদের দলে ভান্ডারিয়া উপজেলা দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে পিরোজপুর সদর উপজেলা দল।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সম্মানিত জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮