আমিরুল হক,
নীলফামারী জেলা প্রতিনিধি ।।
নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় মরিয়ম আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের গার্ডপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মরিয়ম একই এলাকার রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘন্টা সড়ক অবরোধ করে যানচলাল বন্ধ করে দেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশুর বাবা-মা দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন। সে ওই এলাকায় তার নানীর নুরজাহানের বেগমের কাছে থাকত। শিশুটি ওইসময় উল্লেখিত স্থানে রাস্তার পাশ দিয়ে তার নানীর হাত ধরে হাঁটছিল। এসময় পেছন থেকে ইজিবাইকটি ধাক্কা দিলে তার নাক-মুখ থেকে রক্ত ঝরতে থাকে।
সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষনা করেন।
এলাকাসী ইজিবাইকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান। তাঁদের অনুরোধে অবরোধকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান।
অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি ও ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮