দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
কক্সবাজারে পর্যটক ধর্ষণের মূল হোতা গ্রেপ্তার - র্যাব
সাম্প্রতিক সময়ে পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা ও প্রধান আসামী আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক ইমরান খান একাত্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৫ ডিসেম্বর) রাতে এজাহারভুক্ত আরও দুই আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।
উল্লেখ্য গত বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেলে স্বামী সন্তানকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ করেন ওই গৃহবধূ। ইতিমধ্যে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ওই নারীর স্বামী বাদি হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮