
আমিরুল হক, নীলফামারী ।।
নীলফামারীর সৈয়দপুরে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে লাকী আক্তার (১৭) নামে এক ছাত্রী। ঘটনার পর ১২ দিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ লাকী আক্তার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর বাড়াইশালপাড়ার মৃত লুৎফর রহমানের মেয়ে। সে স্থানীয় মকবুল হোসেন বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
নিখোঁজ ছাত্রীর মা লায়লা বেগম জানান, গত ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। ওই দিন বিকেলের পর কলেজে খোঁজ নিলে অধ্যক্ষ বলেন, ওই দিন সে কলেজেও যায়নি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
লায়লা বেগম আরও বলেন, অনেক খোঁজাখুঁজির পর কোথাও মেয়ের সন্ধান না পেয়ে গত ২৮ ডিসেম্বর থানায় জানানো হয় এবং একটি জিডি করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ মেয়েটির মা। আমরা তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।