
পিরোজপুর প্রতিনিধি ।।
পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে দুই কৃষককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
প্রতিপক্ষ কাইয়ূম শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে শনিবার সকালে গুয়ারেখার চাঁদকাঠী বাজার এলাকায় মান্ববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে -বক্তারা বলেন, অবিলম্বে মামলার সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
কোন সন্ত্রাসী এ ধরনের কার্যক্রম সংগঠিত না করতে পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি সহযোগীতা কামনা করেন এলাকাবাসী।
গত সোমবার সকালে কৃষক মামুন খান ও মাসুম তাদের জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ কাইয়ূম শেখ ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে কৃষকদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
পরে তাদেরকে প্রথমে স্বরুপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও করা হয়। মামুন খানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নেছারাবাদ থানার ওসি মোঃ আবির হাসান জানান এ ঘটনায় ৪( চার ) জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।