
হোসাইন রুবেল ভোলা।।
ভোলার লালমোহনে ১৫ মন জাটকা ইলিশ জব্দ, ৮ জনকে বিভিন্ন দন্ডে শাস্তি।
ভোলার লালমোহনে জাটকা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীনের অভিযানে ৮ জেলেকে আটক এবং ১৫ মন জাটকা ইলিশ মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পযন্ত সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতির খাল ঘাটে এ অভিযান পরিচালানা করেন।
অভিযান পরিচালনা কালে ১৫ মন জাটকা ইলিশ মাছ জব্দ ও ৮ জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত মাছ গুলো ২২টি এতিমখানা বিতরণ করা হয়।
আটক ৮ জেলেকে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেরা হলেন, মোঃ হাসিম ব্যাপারী, মোঃ জাকির, মাহমুদুল হক, ওবায়দুল্লাহ, মোঃ সেলিম, আব্দুল মন্নান, মোঃ কাঞ্চন, মোঃ আরিফ । তারা সবাই উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল এলাকার বাসিন্দা। এসময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।