
আমিরুল হক, নীলফামারী ।।
নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহন ও বিজিবি গাড়ির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ডিমলার উদ্দেশ্য আসা নাবিল পরিবহন বাসের সাথে ডিমলা থানা হাট বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়িটির সংঘর্ষ হয় ।
স্থানীয়রা জানান, পিকআপ গাড়িটি ৫১ ব্যাটলিয়ান বিজিবি রংপুর দরবার হলের উদ্দেশ্যে রওনা হলে কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহনের সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
এতে বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়ির ড্রাইভার সিপাহী মোহম্মদ আরিফ আহত হন।
তাৎক্ষনিক ভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে।