মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
মোরেলগঞ্জে ২৩ শহীদ মুক্তিযোদ্ধার
সমাধি সংরক্ষণ কাজের উদ্বোধন
বাগেরহাটের মোরেলগঞ্জে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও অন্যান্য ২৩ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কুঠিবাড়ী এলাকার শহীদ আবু বক্কর সিদ্দিক তালুকদারের কবর সংস্কারের মধ্য দিয়ে এ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।
এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান, শহীদ আবু বকর এর ছোট ভাই মো. আবু জালাল টুনু, ঠিকাদারী প্রতিষ্ঠান সুন্দরবন কনস্ট্রাক এর নির্বাহী পরিচালক আল মামুন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮