
আমিরুল হক, নীলফামারী ।।
নীলফামারীর সৈয়দপুরে বিকাশ দোকান থেকে টাকা চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলাবার (১৫ মার্চ) রাত সোয়া দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির ২০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহ্নত মটরসাইকেল, তালা কাটার যন্ত্র ও পোশাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আন্ত:জেলা চোরদলের সক্রিয় সদস্য নীলফামারীর সদর উপজেলার সোনারায় শাহপাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল আজিজ (৩৫) ও একই উপজেলার কিসামত দলুয়া ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে ময়নুল হোসেন।
পুলিশ জানায়, গত শুক্রবার সৈয়দপুর শহরের নিয়মতপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে অবস্থিত মেসার্স মশিউর ট্রেডার্স নামের বিকাশ ও গালামাল ব্যবসা প্রতিষ্ঠানে মালিক জুম্মার নামাজ আদায় করতে যান। এ সময় তাঁর দোকানের শার্টারের তালা কেটে দোকানে রাখা বিকাশের ২ লাখ ৫৫ হাজার টাকা ওই দুইজন চুরি করে নিয়ে যান। এ ঘটনায় ওইদিনই ভুক্তভোগী দোকান মালিক মশিউর বাদী হয়ে অজ্ঞাতনামার নামে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। সিসি ফুটেজের ছবি দেখে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক সাহিদুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়নুলকে গ্রেপ্তার করে পুলিশ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।