
আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয় গতকাল ১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজে গভর্নিং বডির সভাপতি ও আলীনগর ইউনিয়নের পরপর তিন বারের অত্যন্ত সফল চেয়ারম্যান বশির আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার আওয়ামীলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মুনসুর আলম নাগর। অত্র কলেজের ব্যবস্থাপনার শিক্ষক মোঃ মাঈন উদ্দিন মঈনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন কলেজের ল্যাবসহকারী মোঃ আমির হোসেন। প্রথমেই স্বাগত বক্তব্য করেন অত্র কলেজের সমাজ কর্মের শিক্ষক মোঃ আল আমিন পরে ইংরেজি শিক্ষক মোঃ মাকসুদুর রহমান তুহিনের বক্তব্যের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মদিনের আলোচনা শুরু করে এরপর সমাজ বিজ্ঞানের শিক্ষক মহা মফিজুর রহমান লিটনের বক্তব্যের পরে প্রধান অতিথি বক্তব্যে বশির আহাম্মদ জাতির পিতার জন্মদিন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার পর দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।