শরিফুল ইসলাম নড়াইল।।
নড়াইলে মাদক মামলায় মিলন পোদ্দার ও কাজী বদিয়ার রহমান নামে ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মিলন পোদ্দার সদরের বাগডাঙ্গা এলাকার ও কাজী বদিয়ার রহমান দুইজনে নড়াইল সদরের পাইকমারী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারী নেতৃত্বে লোহাগড়া কালনাঘাট এলাকায় গত ১৯ মার্চ ২০১৩ তারিখে রাতে আইনশৃংখলা রক্ষা, যানবাহন তল্লাশী ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালনা ঘাটের বটগাছ সামনে রাস্তায় নড়াইল-ঢাকাগামী ঈগল পরিবহনে তল্লশী করে বাসের চালক মিলন পোদ্দারের সীটের নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো রশি দিয়ে বাঁধা অবস্থায় ১০ বোতন ফেনসিডিল উদ্ধার করে। এ সময় আসামি মিলন পোদ্দারকে গ্রেফতার করে। এ সময় গাড়ি হেলপার পালিয়ে যায়। পরে গাড়ির হাওয়া ট্যাংকির ওপর চ্যাসিসের সাথে বাঁধা অবস্থায় ২টি কালো রঙের সাইড ব্যাগ থেকে ১২৮ বোতল ও পৃথক জায়গা থেকে আরো ১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় চালক ও হেলপারকে আসামি করে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮