মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ ড্রেজার মালিককে ১লক্ষ ৩০ হাজার টাকা অর্ধদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালান।
এসময় ড্রেজার মেসিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এম ভি আমেনা মান্নান, এম ভি রিফাত আমীন, এম ভি গাংচিল, এমভি সাজিদ এ ৪টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা ও
মায়ের দোয়াকে ১০ হাজার টাকা, সব মিলিয়ে সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্ধদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ বাহিনী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮