
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুল লাইব্রেরিতে আসবাবপত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।
উপজলো নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ওয়ার্ল্ড ভিশন ভারপ্রাপ্ত ম্যানেজার
রাফায়েল রায়, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার যথাক্রমে মো. নিজাম উদ্দিন, স্বপন হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি প্রাথমিক বিদ্যালয়ে ৪১টি চেয়ার ও ৯টি বুকসেলফ বিতরণ করা হয়।