জুরাইস ইসলাম,মেহেরপুর
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলার পীরতলা গ্রাম থেকে তাকে রফিকুল ইসলাম(৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। এ সময় তার কাছ থেকে ১’শ ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
রফিকুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মোঃ মঈন উদ্দিনের ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইফুল আলম জানান, গাংনীর পীরতলা গ্রামের রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার, এএসআই আহসান হাবীব সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রফিকুল ইসলামের গতিরোধ করে দেহ তল্লাশী চালিয়ে ১’শ ৫০ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার রফিকুল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮