
জুরাইস ইসলাম,মেহেরপুর
মেহেরপুরে গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিবুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীসহ আহত হয়েছে অন্ততঃ ৫জন। আহত যুবলীগ কর্মী মহিবুল ইসলামকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। আজ রোববার তিনটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলন স্থলে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, গাংনীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। উপজেলার নানা প্রান্ত থেকে একের পর এক ছোট বড় মিছিল নিয়ে উপজেলার নেতাকর্মীরা সম্মেলন যোগ দেন। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে এস,এম নাজমুল হক সাগরের সমর্থকদের সাথে সাংসদ সাহিদুজ্জোমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে যুবলীগ কর্মী মহিবুল ইসলামের মাথা ফেটে যায়। আহত হয় আরো ৫জন। গুরুতর অবস্থায় মহিবুল ইসলামকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সমাবেশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিলো একারণে সমাবেশে সংঘর্ষ বাধার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা ও পুলিশ ঘটনাটি সামাল দেই। পরে কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে প্রবেশ করেন।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, গাংনীর সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান, গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের যুৃগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ প্রমুখ।
জুরাইস ইসলাম,মেহেরপুর ১০-০৪-২২ ইং।
মেহেরপুরে গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিবুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীসহ আহত হয়েছে অন্ততঃ ৫জন। আহত যুবলীগ কর্মী মহিবুল ইসলামকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। আজ রোববার তিনটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলন স্থলে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, গাংনীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। উপজেলার নানা প্রান্ত থেকে একের পর এক ছোট বড় মিছিল নিয়ে উপজেলার নেতাকর্মীরা সম্মেলন যোগ দেন। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে এস,এম নাজমুল হক সাগরের সমর্থকদের সাথে সাংসদ সাহিদুজ্জোমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে যুবলীগ কর্মী মহিবুল ইসলামের মাথা ফেটে যায়। আহত হয় আরো ৫জন। গুরুতর অবস্থায় মহিবুল ইসলামকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সমাবেশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিলো একারণে সমাবেশে সংঘর্ষ বাধার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা ও পুলিশ ঘটনাটি সামাল দেই। পরে কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে প্রবেশ করেন।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, গাংনীর সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান, গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের যুৃগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ প্রমুখ।