জুরাইস ইসলাম,মেহেরপুর
নিখোঁজের দুই দিন পর মুসলিমা খাতুন (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে মেহেরপুর সরকারি কলেজ চত্বরের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। মুসলিমা মেহেরপুর পৌর শহরের স্টুডিয়াম পাড়ার বাসিন্দা জিয়ারুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুসলিমা খাতুন একটি তামাক কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে সরকারি কলেজ চত্বরের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাঁর পরিবার ও পুলিশকে খবর দেন।
মুসলিমার বোন রাফেজা খাতুন বলেন, মুসলিমার সংসারে অভাব অনটন লেগে ছিল। তামাকের মৌসুমে তিনি স্থানীয় একটি কোম্পানিতে তামাক বাছাইয়ের কাজ করতেন। অন্য সময় মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। করোনার পর তাঁর আর্থিক কষ্ট বেড়ে যায়। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ চুম্বী। সব মিলিয়ে তিনি চরম দুর্ভোগে দিন যাপন করছিলেন।
সদর থানার ওসি শাহ দারা খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮