দাউদ রানা - চৌহালী উপজেলা প্রতিনিধি।।
কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি সিডিসি-এর আয়োজনে এবং
এ্যাসেন্ড এর সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভায় সম্ভাব্য কালাজ্বরের লক্ষণ, দুই সপ্তাহের অধিক জ্বর, রক্তশূন্যতা, ওজন কমে যাওয়া, পেট ফুলে যাওয়া, পরীক্ষা-নিরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে আলোকপাত করা হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।
প্রধান আলোচক ছিলেন কালাজ্বর নির্মূল কর্মসূচির সিডিসি ড. শাহাদত হোসেন । সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আঃ কাদের।
প্রশ্নোত্তরপর্বে আলোচনা করেন, কালাজ্বর নির্মূল কমিটির সহকারী পরিচালক ডা. মাকছুদা খানম, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার, চৌহালী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন,
প্রেসক্লাব সভাপতি জুয়েল সরকার, সভায় চিকিৎসক, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮