
মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মোংলায় জমিসহ ঘর পাচ্ছেন ১৪০ জন ভূমিহীন পরিবার।
সারা দেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর ঘরের দলিল ও চাবি পাবেন ভূমিহীন ও গৃহহীন ১৪০টি পরিবার।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফিং করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ে মোংলা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি, ঘর এবং জমির মালিকানা নামজারি কবুলিয়ত দলিল হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) উদ্বোধনের পর এসব ঘর হস্তান্তর করা হবে। ঈদের আগেই ভূমিহীনরা ঈদ উপহার হিসেবে পাবেন এসব ঘর।
তৃতীয় পর্যায়ের এ ঘরগুলো পূর্বের দুই দফায় দেয়া ঘরের চেয়ে মজবুত ও ব্যয়বহুলও। এবারের প্রতিটি এ ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা। এর আগে প্রতিটিতে ব্যয় ছিলো ১ লাখ ৯০ হাজার টাকা। এদিকে চাঁদপাই ইউনিয়নের মাকড়ডোন গ্রামে নির্মিত ঘরের পাশাপাশি খোলা জায়গা ও পুকুর রয়েছে। রয়েছে ক্ষেত ও ফসল চাষের মাঠও। অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এ ঘরগুলো করা হয়েছে। ঘর নির্মাণে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হয়েছে, যাতে খুব টেকসই হয়। কাজ শেষ পর্যায়ে উপকারভোগীরা নতুন এ ঘরেই ঈদ করতে পারবেন।
তৃতীয় পর্যায়ে নির্মিত প্রতিটি ঘর সম্পর্কিত তথ্য থেকে জানা যায় ২ কক্ষ বিশিষ্ট টিনের সেমিপাকা ঘরে রয়েছে ২টি রুম, ১টি বারান্দা,পিছনের অংশে একপাশে রান্নঘর ও টয়লেট। পাঁচটি জানালা ও ৩টি দরজা। প্রতিটি ঘরের জন্য ২ শতক জমি এবং ২২ ফুট চওড়া রাস্তা ও পাশে ১৮ ফুট চওড়া রাস্তা রয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও ৩ হাজার লিটার পানির ট্যাংকির ব্যবস্থা করা হয়েছে।