মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে “সৃষ্টির সেবায় সামাজিক খেদমতের অঙ্গীকার” নিয়ে প্রতিষ্ঠিত বেসরকারি সেবা সংগঠন “বেপারী ফাউন্ডেশন” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জে বেপারী পরিবারের স্থপতি মরহুর অসির উদ্দিন বেপারী, তার পরিবার ও এলাকার কবরবাসীর মাগফেরাত কামনা এবং বেপারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সদ্য ইন্তেকালকারী হাজী মকবুল হোসেন বেপারীর স্বরণে ২৮ এপ্রিল বৃহস্পতিবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে রমজানে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, মোরেরগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মো. রুহুল আমীন খান।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাবেক সভাপতি মো. জামাল শরীফ, অধ্যাপক মো. ইয়াকুব আলী তালুকদার, অধ্যাপক এমদাদুল হক, অধ্যাপক মো. আনিসুর রহমান, বাগেরহাট আল-ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মো. আ. রাজ্জাক, পিসব এর প্রগ্রাম অফিসার মো. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান, মাওলানা মো. আবদুল হাই, সাংবাদিক জামাল হোসেন বাপ্পা, সাংবাদিক নজরুল ইসলাম শরীফ, সাংবাদিক মেজবাহ ফাহাদ প্রমূখ।
এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেনি পেশার আমন্ত্রিত মেহমানরা উপস্থিত থাকেন। ইফতারপূর্ব দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ড. মো. রুহুল আমীন খান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮