
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ওই কলেজের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করেন কলেজ অধ্যক্ষ ও মিয়া ফাউন্ডেশনের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আল
আজাদ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর মোরেলগঞ্জ প্রতিনিধি ও বেপারী ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক যথাক্রমে মো. ময়নুল ইসলাম, গিরিধারী ভৌমিক, সুষেন তালুকদার, মো. আল-আমিন তালুকদার, মো. মনিরুজ্জামান সমাদ্দার, কামরুন্নাহার, এইচ.এম.সাইফুজ্জামান সোহেল প্রভাাষক মো. দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের সদস্য ও কলেজের লাইব্রেরিয়ান মো. আবদুল জলিল প্রমূখ