
দাউদ রানা – চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
৯ জুন বৃহস্পতিবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাননীয় প্রধান মন্ত্রির ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চৌহালী উপজেলা প্রশাসনের
আয়োজনে ও গভনের্ন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় স্থানীয় অডিটোরিয়ামে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন।
সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মদ। মূখ্য আলোচক হিসাবে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুখ্য আলোচক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, সম্মনিত অতিথি সহকারী পরিচালক নারী নির্যাতন প্রতিরোধ সেল মহিলা বিষয়ক মাহবুবা নিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান ( মহিলা) নাসরিন আক্তার, প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান মন্ত্রীর উদ্ভাবনী নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুবিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচি ও সবার জন্য বিদ‚্যৎ ১০ টি বিষয়ের উপর কর্মশালায়, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, এনজিও ও সুশিল সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।