শরিফুল ইসলাম নড়াইল।।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা বলেন,চিত্রশিল্পী এস এম সুলতান নড়াইলের জন্য কতেটা ছিলেন, আমরা নড়াইল বাসী তা জানি, তিনি শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরেও পরিচিতি করে গিয়েছেন নড়াইলকে। তাকে সবাই আমরা লাল মিয়া বলে চিনি-নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন কালে একথা বলেন
সোমবার (২০ জুন) পৌর এলাকার মাছিমদিয়ায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, অবসর প্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল, ইঞ্জি: বিশিষ্ট সমাজসেবক শৈলেন্দ্রনাথ সাহা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ক্রীড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদফতর ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করে। এ ভবন নির্মানের ফলে এ মহাবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে চারু ও কারুকলা বিষয়ে শিক্ষার সুযোগ পাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮