কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে জেলার সদর উপজেলার বাবতলি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
তবে তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক।
পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে জেলার সদর উপজেলার বাবতলি মোড়ে অটোরিকশাটি পৌঁছালে নওগাঁ শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পাঁচজন শিক্ষক মারা যান। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল সড়ক দুর্ঘটায় নিহতের বিষয়টি যায়যায়দিনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন নিহতের খবর পেয়েছি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।#
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮