
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি।।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সাংবাদিক গনেশ পাল, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ।
সভা শেষে উপজেলা প্রশাসনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা পুকুরে অবমুক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
মৎস্যজীবীদের উন্নয়নের জন্য সার্বক্ষনিক চিন্তা করেন। মৎস্য সম্পদ আহরণে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করে বিশ^ দরবারে দেশের মান অক্ষুন্ন রেখেছে।