রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর রাণীনগরে একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আসাদুল ওরফে হুপা (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সিংগারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসাদুল ওরফে হুপা উপজেলার কাচারি বেলঘড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আসাদুলের বিরুদ্ধে রাণীনগর থানায় গত ২০১৬ সালে চাঁদাবাজি ও মারপিটের মামলা হয়।
ওই মামলায় বিজ্ঞ আদালত গত বছরের নভেম্বর মাসে আসাদুলকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজার পর থেকেই সে পলাতক ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে থানার এএসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সিংগারপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে গ্রেফতার আসাদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮