
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সিলেট জেলাজুড়ে ৫ দফা দাবিতে ডাকা পরিবহন শ্রমিক ধর্মঘটের প্রভাব পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ধর্মঘটের কারণে জগন্নাথপুর-সিলেট লাইনে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। এতে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন যাত্রী-জনতা।
তবে জগন্নাথপুর-সুনামগঞ্জ লাইনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক গ্রæপের সভাপতি শাহ নিজামুল করিম জানান, ৫ দফা দাবিতে সিলেট জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে জগন্নাথপুর-সিলেট লাইনে যানবাহন চলাচল বন্ধ থাকলেও জগন্নাথপুর-সুনামগঞ্জ লাইনে চলাচল করছে।