
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে কালিয়াকৈরে মীনা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার দুপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ” নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা “।প্রাথমিক বিদ্যালয় যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ইউনিসেফ ঘোষিত এ দিবসটি প্রতিবছর ২৪ সেপ্টেম্বর পালিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলারা রহমানসহ বিভিন্ন স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা। মীনা দিবস উপলক্ষে একশ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

















