
মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপ) প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুরে নেশা করার জন্য পাঁচ হাজার টাকা চেয়ে না পেয়ে নানাকে শীল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করল নাতি।
লাশ কার্টুন দিয়ে ডেকে রাখে আবু সালেক হানিফ (২৬) নামে ওই যুবক।
২৪ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বড়চালা গ্রামের মৃত দুখাই মাদবরের ছেলে আবদুল হক মাদবর (৮০)।
জানাযায়, শ্রীপুর উপজেলার ঘাতক নাতি একই এলাকার জামান শিকদারের ছেলে আবু সালেক হানিফ।
সে নিহত আবদুল হকের মেয়ে হুসনে আরার ছেলে। গাজীপুরের সহকারী পুলিশ সুপার কলিয়াকৈর
সার্কেলআজমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নাতি সালেক আহমেদকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















