স্টাফ রিপোর্টার ভোলা।।
মায়ের স্বপ্ন আর পূরণ করা হলোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শাকিলের। না জানি কত-শত স্বপ্ন নিয়েই মায়ের আর্শীবাদে শাকিল ভোলা থেকে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রওয়ানা করেও আর করা হলোনা। একবুক স্বপ্ন নিয়ে রওয়ানা করতে গিয়েও চীরদিনের জন্য চলে যেতে হলো না ফেরার দেশে চলে যেতে হলো শাকিলকে। বন্ধদের সাথে হোন্ডায় চলতে গিয়ে আকস্মিক সড়ক দুর্ঘটনায় চলে যেতে হলো না ফেরার দেশে। বন্ধুর সঙ্গে শপিং শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র শাকিল (২১)। আহত হয়েছেন তার বন্ধু সুমন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাছবোঝাই একটি পিকআপ শাকিলের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত শাকিল ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে৷ গত বছর ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য শাখায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলতি বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলেন তিনি।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিকআপটি জব্দ করলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু সুমনের সঙ্গে শপিং শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শাকিল। মোটরসাইকেলটি বাড়ির কাছাকাছি পৌঁছলে পেছন থেকে মাছবোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাকিল ও সুমন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুমন বাড়ি ফিরেছেন।
নিহত শাকিলের চাচাতো ভাই জহির জানান, শাকিল গত বছর ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য শাখায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চলতি বছর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন। কয়েকদিন পর তাঁর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার বন্ধু সুমনের সঙ্গে শপিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮